ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছায় নগদ-বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে অনেকেই।প্রতিদিন কেউ না কেউ এ ফাঁদে পা ফেলছেন।কোন একটি নাম্বার থেকে ফোন আসে গ্রাহকদের কাছে রিছিভ করলে প্রথমে সালাম বিনিময়ের মাধ্যমে শুরু করে। তার পরে বিকাশ, অথবা নগদ এর একাউন্টের সমস্যার কথা বলে কৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আবারো অনেকে গাড়ি-বাড়ি দেওয়ার কথা বলে সেখান থেকেও হাতিয়ে নিচ্ছে। প্রতিদিন তারা একটির পর একটি টোপ দিতেই থাকে,টোপ গিললে হারাচ্ছে সর্বস্ব।
পাইকগাছা পৌরসভার বাজারে মেসার্স সোহেল এন্টারপ্রাইজ থেকে জানা যায়,প্রায় এমনসব ঘটনার কথা শোনা যায়,আবার অনেকে আমাদের কাছ থেকে টাকা পাঠানোর পরে যখন তাঁরা প্রতারোকের ফোনে যোগাযোগ করতে পারেন না তখন আমাদের সঙ্গে শিকার করেন।আমার কাছ থেকে টাকা নিয়েছে এখন ফোন বন্ধ করে রাখছে। এখন আমি কি করলে টাকা উদ্ধার করতে পারবো। তিনি আরো জানান আমরা যখন মোটা অংকের টাকা পাঠায় তখন জিজ্ঞাসা করি কিন্তু অনেকেই আমাদের উপর চড়া হয়ে যায়।
বিকাশ,নগদ,রকেট জেলা/উপজেলা পর্যায়ে অফিসে কথা বলে জানা যায়, বিকাশ নগদ রকেট এর হেড অফিস থেকে কোনো সময় ফোন দিয়ে পিন নম্বর বা ওটিপি চাই না।বিকাশ,নগদ,রকেট কোন প্রকার সমস্যা হলে নিকটস্থ কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে বলেন।
প্রতারণা করতে মুঠোফোন নম্বর ক্লোন করে সংঘবদ্ধ চক্রপ্রতীকী ছবি পিন নম্বর কিংবা নিরাপত্তা কোড সংগ্রহ করে মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নেওয়ার খবর প্রায়ই পাওয়া যায়। ডিজিটাল এ প্রতারণায় তাঁরা নানা কৌশলে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন বলছেন, এসব চক্র মূলত বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়। চক্রের একটি দল কৌশলে দেশের বিভিন্ন প্রান্তের মোবাইল ব্যাংকিং এজেন্টদের লেনদেনের খাতার ছবি সংগ্রহ করে। আরেক দল দোকানি পরিচয়ে ফোন দিয়ে ভুলে টাকা চলে গেছে বলে গ্রাহকের টাকা ফেরত চান।গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলে পিন নম্বর সংগ্রহ করে ফাঁদ পেতেও টাকা আদায় করে থাকে। পাশাপাশি সিম ক্লোনসহ নানা কৌশল অবলম্বন করেন তাঁরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, টাকা তোলার ক্ষেত্রে ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট ব্যবহার করা হয়।এই ফাঁদে কেউ পড়লে মিনিটির ভিতর কয়েকটি নাম্বারে টাকা ট্রান্সফার হয়ে যায়।এমনিভাবে তাঁরা তাদের কার্যক্রম চালায়।প্রশাসন বলেন অপরিচিত কোন নাম্বার থেকে ফোন আসলে তাদেরকে তথ্য না দেওয়ার জন্য অনুরোধ জানান এবং সেই সাথে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বলেন।

