সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রবিবার ২৮ মে বিকেলে ওমেন ইনিশিয়াটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের অফিসে উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের গার্লস সাপোর্টিভ ইনিশিয়াটিভস প্রোগ্রামের আওতায় ফুলবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন প্রান্তিক মেয়ে শিশুকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মেয়ে শিশুদের ঝরেপড়ার হার রোধ, লেখাপড়ার পাশাপাশি বিনোদন চালিয়ে যাওয়ার এবং বাল্যবিয়ের করাল গ্রাস থেকে রক্ষার জন্য সংস্থাটির এই ক্ষুদ্র প্রয়াস। এই সংস্থাটির চিন্তা-চেতনা প্রত্যন্ত অঞ্চল থেকে ঝরে পড়া শিশুদের প্রতি সাহায্য সহযোগিতা করেন লেখাপড়ার দিকে উদ্বুদ্ধ করা পাশাপাশি স্বাস্থ্যসেবা পরিবেশবান্ধব কাজ গুলোও করে যাচ্ছে।

স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, স্পন্সরশীপ অফিসার বিমল মন্ডল, হিসাব কর্মকর্তা আফরিনা ঈশিতা প্রমূখ উপস্থিত থেকে ৪ জন শিশুর অভিভাবককে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ দুই হাজার করে মোট আট হাজার টাকা প্রদান করেন।