সম্পাদক

জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরে ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহ্বাজ ফরিদুল হক খান দুলাল এম.পি। বুধবার (১৪ জুন) ইসলামপুর উপজেলার ইউএনও মু. তানভীর হাসানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদ প্যানেলের চেয়ারম্যান মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চার্লেজ চৌধুরি, হাবিবুর রহমান,খলিলুর রহমান , টিটু প্রমুখ।

ইসলামপুর পৌর এলাকায় ৯০০ পরিবারের মাঝে ২০০০০ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২৪ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী। উল্লেখ্য,গত ১৬ মে রাতে ইসলামপুর উপজেলার সকল ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়।এতে চিনাডুলী,নোয়ারপাড়া এবং পৌরসভার বেশি ক্ষতি হয়।

উল্লেখ্য,গত ১৬ মে রাতে ইসলামপুর উপজেলার সকল ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়।এতে চিনাডুলী,নোয়ারপাড়া এবং পৌরসভার বেশি ক্ষতি হয়।