সম্পাদক

মোঃ কামাল হোসেন,আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ২ নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মির্জা হাকিবুর রহমান লিটন ৫ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন টেবিলফ্যান প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৩৯ ভোট। দুইজনের ভোটের ব্যবধান ১ হাজার ৬৭১ ভোট।

আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তা ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সোমবার (১৭ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা মেজর আহাম্মেদ। তিনি জানান, নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ১১ হাজার ৬৫৮ জন পুরুষ ও ১১ হাজার ২৯২ জন মহিলাসহ মোট ২২ হাজার ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।