সম্পাদক
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ শনিবার (২২ জুলাই) পুলিশ অফিস সম্মেলন কক্ষে মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার এর সভাপতিত্বে এবং আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলার সঞ্চালনায় ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম‘কে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তিনি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময়ে রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) , প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা , ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ভোলা সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

