সম্পাদক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে রবিবার এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জনাব আছিয়া আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার- ভূমি( উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি) জনাব খাইরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আব্দুল্লাহ আল শাফী, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই, মিঠামইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, টিকাদানকর্মী, ১ম সারির সুপারভাইজার ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আলমগীর হোসেন, পরিসংখ্যানবিদ, মিঠামইন হাসপাতাল। স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা ৫৭০০ জন এবং স্কুল বহির্ভূত ১০- ১৪ বছর বয়সী বালিকাদের সংখ্যা ৬৯০ জন।

