সম্পাদক
হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া পৌরশহরে বিএনপি-জামাত এর নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস রুখে দিতে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া, আটপাড়া) সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিনের সমর্থনকারীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। রবিবার (৫ নভেম্বর) দুপুরে পৌরশহরের সলফ কমলপুর এলাকার আয়েশালয়ের সামনে থেকে উন্নয়ন ও শান্তি মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরশহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ করে।
সমাবেশে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া। মিছিলে উপজেলা আওয়ামী লী, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।

