সম্পাদক
মোঃ কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
আন্দুলবাড়ীয়ায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়ার ১ নং ওয়ার্ড এর আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনার অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুজাহিদুর রহমান মুছা। এসময় শিক্ষক রবিউল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়ার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ সিরাজুর রহমান, এসময় সেমিনারের মূল আলোচক স্বাস্থ্য বিষয়ক দিকনির্দেশনা দিয়ে বিস্তর আলোচনা করেন চুয়াডাঙ্গার এম এস হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রভাষক, ডা.এম এ রহমান। বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ডা.রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মহাসিন আলী খান ও আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আসলাম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ইকলাম উদ্দিন, মাও.আতিয়ার রহমান, মুক্তার হোসেন, মারুফ হোসেন মাইজ, শাকিব প্রমুখ।

