ইমন সিদ্দিকী, স্টাফ রিপোর্টার:-
নরসিংদী জেলা নাগরিক ফোরাম’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের পশ্চিম কান্দাপাড়ায় সঞ্চারী শিল্পকলা বিদ্যালয় কার্যালয়ে সংগঠনের প্রায় সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
সদস্যদের সর্বসম্মতি ক্রমে আবদুর রহমানকে সভাপতি, মিজানুর রহমান সোহাগকে সাধারণ সম্পাদক এবং ওমর ফারুককে অর্থ বিষয়ক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক, জোনায়েদ খান, সাংগঠনিক সম্পাদক, মোঃ তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক সীমান্ত সাহা,কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোঃ মোবারক হোসেন, হরিবল সাহা, মোঃ আবদুল্লাহ ও মোঃ রফিকুল ইসলাম।