নিউজ ডেস্কঃবিশ্বকাপে অংশ নেয়া ফেভারিট আর্জেন্টিনা ফুটবল দলকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।
রোববার (২২ নভেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু হয়ে বাইল্যাছড়ি, নতুনপাড়া, ইসলামপুর, মুসলিমপাড়া হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মাটিরাঙ্গা পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। আর্জেন্টিনার জার্সি পরে মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেয় নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির আহবায়ক মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন।
এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে এমন প্রত্যাশার কথা জানিয়ে গনমাধ্যমকর্মী মুজিবুর রহমান ভুঁইয়া বলেন, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বরাবরই অপ্রতিদ্বন্ধী। ফুটবল ভক্তদের আবেগের নাম আর্জেন্টিনা।
শোভাযাত্রা চলাকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক হাত নেড়ে সমর্থন জানান।
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিটি খেলা মাটিরাঙ্গা পৌরসভা চত্বরে খোলা বড় পর্দায় দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির আহবায়ক পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ।