
সম্পাদক
নিউজ ডেস্ক :
হলিউডের গ্লোবাল সুপারস্টার ক্রিস হেমসওয়ার্থ। বড়পর্দায় অশুভ শক্তির সঙ্গে লড়াই করে জয়ী হলেও বাস্তবে এবার ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় তিনি। আলঝেইমার রোগে আক্রান্ত হতে পারেন বলে ক্রিস নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। সম্প্রতি নতুন এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের শারীরিক সমস্যার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। জানান, বর্তমানে তার শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে গেছে।
ডিজনি প্লাস হটস্টারের শোতে ক্রিস বলেন, ‘আমাদের স্মৃতিগুলো চিরকাল থাকার কথা। স্মৃতিগুলোই আমাদের তৈরি করে। এই স্মৃতি হারানোর ভয় পাই সবসময়। নানা অভিজ্ঞতা, স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি হারানোর ভয় তাড়া করে আমাকে।’
এরপর অভিনেতা জানান, জিনগত কারণে আলঝেইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তার। কারণ তিনি এপিওই৪ জিনের দুটি প্রতিলিপি বহন করছেন। এই জিন যাদের শরীরে থাকে, তাদের ১০ জনের মাঝে ৮ জনই আলঝেইমারে আক্রান্ত হয়।
তবে আশার আলো জাগিয়ে ক্রিস বলেন, জিন থাকা মানেই যে রোগ হবে তা নয়। তবে অসুখটি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয় জিন। স্নায়ুর ক্ষয়জনিত অসুখ আলঝেইমার। এটি অনিরাময়যোগ্য অসুখ। এই রোগে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে থাকে ও ব্রেনের কার্যকারিতা কমতে থাকে।
ক্রিস হেমসওয়ার্থ একজন অস্ট্রেলিয়ান অভিনেতা। ২০১১ সালে মার্ভেলের সুপার হিরো ‘থর’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর একে একে অভিনয় করেন ‘থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড’, ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’, ‘স্টার ট্রেক’, ‘আ পারফেক্ট গেটওয়ে’, ‘দ্য কেবিন ইন দ্যা উডস’, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘রেড ডাউন’, ‘রাশ’ সিনেমার মতো জনপ্রিয় সব চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।