স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
এ সময় বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যার মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু , আরো বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান যথাক্রমে- আলহাজ্ব আকরাম আলী, সাহাবউদ্দীন আহাম্মেদ, আকালু মোহাম্মদ, ফজলে রাব্বী রুবেল, সোহেল রানা, দীলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চ্যাটার্জী, সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ ও বিজিবি’র কোম্পানী কমান্ডারবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বালিয়াডাঙ্গী উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।