স্টাফ রিপোর্টারঃ


ভোলার চরফ্যাশন উপজেলার ২০ নং ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২২ নভেম্বর ২২) ওমরপুর ইউনিয়নের ১ নং আলগি গ্রামে হাজার হাজার লোকের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কার পথসভায় ভোট চেয়েছেন নেতাকর্মীরা।
রিয়াজুল ইসলাম রিজন( চেয়ারম্যান প্রার্থী) বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রিয় নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয়ের মাধ্যমে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামকে শহর করার যেই মিশন, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা সুনিশ্চিত করব। এই ওমরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাননীয় এম.পি মহোদয়ের সাথে যোগাযোগ করে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব ফজলুল করিম মিয়া, চরফ্যাশন উপজেলার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো:মিজানুর রহমান, ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো:গোলাম কিবরিয়া টিপু, ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নিজাম হাওলাদার সহ ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপস্থিত নেতাকর্মীরা ২৮ তারিখে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।