সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এর আগে বেলা ১১টায় ভার্চুয়ালি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খলিলুর রহমান। পরে সভায় ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরা হয়। এরপর সভায় নতুন পরিচালক নিয়োগ ও পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে খলিলুর রহমান বলেন, কেডিএস এক্সেসরিজ ৩১ বছরে পদার্পন করেছে। শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডাররা সহযোগিতা করেছেন বলেই দীর্ঘ এই পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি। আপনাদের সঙ্গে নিয়ে আগামীতে আরও ভালো করতে চাই।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিরা রহমান, ইন্ডিপেনডেন্ট পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী. কোম্পানির সিইও দেবাশীষ দাশ পাল, সিএফও বিপ্লব কান্তি বণিক, কোম্পানি সেক্রেটারি মনজুরে খোদাসহ নিরীক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।