বিশেষ প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবে সাবেক সভাপতি মাহামুদ হোসেন,, এম এ রব্বানী ফিরোজ,আলমগীর হোসেন,জিয়াউল আহসান, এ কে আজাদ,
জহিরুল হক টিটু। সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।