ষ্টাফ রিপোর্টার :
শীতকালীন শাক-সবজি চাষাবাদে ব্যস্তমুখর কক্সবাজারের ঈদগাঁওর কৃষকরা। প্রধান বাজারসহ উপবাজার গুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন নানান সবজি। বাজারে শাক-সবজির দাম ভালো হওয়ায় খুশি কৃষকরা। ফলে দ্বিগুন দামে চারা কিনতে হলেও বেশি দাম পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করছেন অনেকে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউসুফেরখীল, হরিপুর, গজালিয়া ও ভোমরিয়াঘোনাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলী জমিতে হরেক রকম ক্ষেতখামারে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানীরা কেউ কেউ মাটি সমান করে সবজি চাষাবাদের উপযোগী করছে, কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক দিচ্ছেন। অন্যকেউ হরেক রকম পরিচর্যা করে সুন্দর পরিবেশে বেড়ে তুলছে শাক-সবজির চারা। অনেকেই ইতিমধ্যে মুলা, মুলা শাক, লাউ ও লালশাক বিক্রি শুরু করছেন।
হরিপুর এলাকার এক মুরব্বী জানান,বিগত কয়েক বছর ধরে কানি/দুই কানি জমিতে সবজি চাষ করছে। সুন্দর ভাবে বেড়ে সবজি চাষাবাদ। বাজারে এ বছর সবজির দাম বেশি। আশাকরি চাষাবাদের খরচ উঠে আসবে।
ইউসুফেরখীর এলাকায় ফসলী জমিতে এবার সোনালী আমনধান কর্তন পরবর্তী সময়ে শীতকালীন সবজি চাষাবাদে মাঠে নেমেছে নরনারীরা। আবার এক বয়োবৃদ্ধকে বেগুনসহ নানা জাতের শীতের সবজি চাষ করতেও চোখে পড়ে।
উপসহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন জানান, চলতি রবি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়ন ৪শত হেক্টর জমিতে মুলা, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন শাক-সবজির আবাদ হয়ে থাকে।