নিউজ ডেস্ক :

সার্বিয়ার বিরুদ্ধে সহজ জয়ের পরও ব্রাজিল সমর্থকদের মনে কাঁটার মতো বিঁধেছিল একটি প্রশ্ন। দলের অন্যতম প্রধান মুখ নেইমারের চোট কতটা গুরুতর? পরের ম্যাচে আদৌ খেলতে পারবেন তো তিনি? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। আর যা উত্তর এল, সেটা মোটেই ব্রাজিল সমর্থকদের জন্য সুসংবাদ নয়। এক আন্তর্জাতিক ফুটবল ওয়েবসাইটের দাবি অনুযায়ী, ব্রাজিলের পরের ম্যাচে পাওয়া যাবে না দলের অন্যতম স্তম্ভকে।

সুইজারল্যান্ডে ও ক্যামেরুন এর বিরুদ্ধে আগামী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইসদের বিরুদ্ধে নামবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের নামার কোনও সম্ভাবনা নেই। আপাতত দু’দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী কবে মাঠে নামবেন।

তবে ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ব্রাজিল কোচ তিতে জানিয়ে দেন, নেইমারকে নিয়ে বিশেষ চিন্তা তিনি করছেন না। তিতে একপ্রকার নিশ্চিত ছিলেন যে তাঁর পছন্দের ছাত্র পরের ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন। কিন্তু সেটা হচ্ছে না। আপাতত সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই পরিকল্পনা করতে হবে তাঁকে।