ষ্টাফ রিপোর্টার :

ঋতুর পালাবদল শুরু হয়েছে। ঈদগাঁওতে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাতে হালকা পড়ছে কুয়াশা। বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, আগমন ঘটছে উত্তরের হিমবায়ুর। শিশির বিন্দুতে ভিজে উঠে ঘাস, গাছপালা, লতাপাতা। শুষ্ক আর রুক্ষ হয়ে উঠছে প্রকৃতি।

শরীরের ত্বকে টান পড়ছে, শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁট। দিনের চেয়ে রাতে তাপমাত্রা কমছে। শীতের অনুভূতি হলেও পুরোপুরি আমেজ এখনো শুরু হয়নি। শীতের জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কদিন। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বর্তমানে হেমন্ত ঋতুর নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে।

অগ্রহায়ণ মাস গ্রামবাংলায় চলছে নবান্নের প্রস্তুতি। ফসলী মাঠ থেকে সোনালী ধানেই ভাপাপিঠার উৎসবে মুখরিত হয়ে উঠবেই পাড়া মহল্লাজুড়ে। ভোরে ঠান্ডা হাওয়া আর দুপুরে মিষ্টি রোদ এখন গ্রামগঞ্জ। উত্তরের বাতাসে তাপমাত্রা কমে হেমন্ত এনে দিয়েছে শীত বার্তা। মাকড়সার জালে আটকা পড়ে শিশির মাখা ভোরের একরাশ সজীব স্বপ্ন। গাছপালা, ফুলফল, সবুজ ঘাস ও ফসলের মাঠও প্রতিদিন সকালে শিশিরাসিক্ত।

কজন পথচারীরা জানান, দিনের বেলায় গরম থাকলেও রাত থেকে শুরু হয় হালকা শীত শীত ভাব। ঘাস এবং ফসলের ডোগায় জমছে শিশির বিন্দু। সকালে হাটঁতে আনন্দ ময় লাগে।