স্টাপ রিপোর্টারঃ

জাটকা সংরক্ষণ ও অবৈধ বেহুন্দি জালের ব্যবহার বন্ধে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে দক্ষিণ আইচা থানা পুলিশ ও দক্ষিণ চর মানিকা কোষ্টগার্ড কন্টিজেন্টের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার ( ২৬ নভেম্বর) সকাল ১০টায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ অভিযানে উপজেলার চরমানিকা ইউনিয়ন সংলগ্ন বুড়া গৌড়াংগ নদীর নবীনগর খাল হতে ৫৩ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত অবৈধ বেহুন্দি জাল রেখে জেলেরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা যায়নি।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, মেরিন ফিশারিজ অফিসার সাইদুর রহমান সহ দক্ষিণ আইচা থানা পুলিশ এবং কোস্ট গার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এই প্রতিনিধিকে জানান, দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ হলে মানুষ তার সুফল পাবে। জাটকা না ধরায় এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। জনগণ সচেতন হলে জাটকা, মা ইলিশসহ সব ধরনের মাছই সহজলভ্য হবে এবং দেশীয় আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।