ষ্টাফ রিপোর্টার :

রংপুর নগরীর জুম্মাপাড়া দোলাবাড়ি এলাকা থেকে পিয়াজি আলমগীর নামে শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়,পিয়াজি আলমগীর (৪০) রংপুর নগরীর জুম্মাপাড়া দোলাবাড়ি এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

তিনি রংপুর নগরীর বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ককটেল,বোমা,অস্ত্র সাপ্লাই দিয়ে আসতেন।পৌরবাজারের ব‍্যবসায়ীদের বিভিন্ন রকম ভয় ভীতি প্রদান করে অনেক সময় জোর করে টাকা আদায় করতেন।তাছাড়া বিভিন্ন সময় ভারাটে সন্ত্রাসী হিসেবে খুন,ডাকাতিসহ নানা অপকর্ম চালাতেন।

আরো জানা যায়,তিনি রংপুর নগরীর এক সাংবাদিককে হত‍্যা করার উদ্দেশ্যে চায়নিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। পরে সাংবাদিক দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মৃত্যুর কোল থেকে ফিরে আসেন।

তাছাড়া পিয়াজি আলমগীর এবং তার ছেলে মাদকের বড় সেন্ডিকেট। ২৩নং ওয়ার্ড় সহ আশে পাশের সকল এলাকা থেকে ব‍্যবসায়ীদেরকে নানা রকম ভয়ভিতী দেখিয়ে মাসিক চাদা আদায় করতেন।তার নামে মাদক,অস্ত্র এবং হত‍্যা মামলা রয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান,আমরা আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।তাকে আদালতে প্রেরন করা হয়েছে।