
সম্পাদক
ষ্টাফ রিপোর্টার :
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে।আজ সোমবার (২৮নম্ভেবর) দুপুরে উপজেলার কৃষি অধিদপ্তরের আয়োজনে, বঙ্গবন্ধু কর্নার হল কনফারেন্স রুমে -এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল। এ সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা এর পরিচালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ সহ কৃষি প্রণোদনা ভোগী কৃষক।
উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দৌলা জানান, উফসীধান ৩২০০ জনকে ও জন প্রতি ৫ কেজি বীজ,১০ কেজি ডিএমওপি সার, ১০কেজি এমওপি সার। হাইব্রিড ধান ৩০০০ জনকে এর মধ্যে জন প্রতি ২কেজি করে পাবেন। মোট ৬ হাজার ২শত জন কৃষক এই সহায়তা পাবেন।