স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে ভূমিহীন মুচি সম্প্রদায়ের পুর্নবাসন ও পাকা ৫০০ মিটার সড়ক অংশ টি নদী ভাঙ্গনে বিলীন হওয়া বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।(গত ২৮ নভেম্বর) সোমবার সকালে আল্লাহু চত্বর সংলগ্ন একটি অফিসে এ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সভাপতির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সংলগ্ন / দক্ষিনে বটের খাল নদী ভাঙ্গনের ফলে মুচি সম্প্রদায়ের কয়েক টি পরিবার ভুমিহীন হয়ে পড়েছেন। তাদের পুর্নবাসন ও অধিক গরু¡পূর্ন মহা-সড়ক সংযোগস্ত , গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মুতি ডিগ্রি অনার্স কলেজ , বহুমুখি উচ্চ বিদ্যালয় ও বাজার যাতায়াতের পাকা ৫০০ মিটার সড়ক অংশ টি নদী গর্ভে বিলীন হয়েছে। এ তথ্য কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় ভাঙ্গস্থ্য এলাকা সরেজমিন ঘুওে দেখবেন এলাকাবাসী। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানান। এ সময় সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।