ষ্টাফ রিপোর্টার :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চট্রগ্রামে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নগরের কাজী দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ৪ ও ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন- বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর শাহিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, সাহদাত তসলিম, যুগ্ম-সাধারণ বদিউল আলম বদি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সহিদুল হক রাসেল, কেন্দ্রীয় যুবলীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী, কেন্দ্রীয় যুবলীগের উপ দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

সভায় চট্রগ্রাম মহানগর,উত্তর,দক্ষিন জেলা,কুমিল্লা মহানগর,জেলা,ফেনী,নোয়াখালী,বান্দরবান,রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা যুবলীগসহ উপজেলা ও ওয়ার্ড় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ প্রস্তুতি সভায় অংশ নেন।