বিনোদন ডেস্ক:

ফুটবল প্রেমিক অভিনেতা জাহিদ হাসান। পছন্দের দল আর্জেন্টিনা। তবে সময় পেলে অন্য দলের খেলাও দেখেন। এ অভিনেতা প্রিয়দলের খেলা কিংবা খেলোয়াড়ের প্রশংসার চেয়ে ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলেছেন। তার মতে, ‘সব দলই ভালো খেলেন সে জন্যই তো বিশ্বকাপে খেলার সুযোগ পান। তবে আর্জেন্টিনা দলের বড় গুণ হচ্ছে, প্রিয় দলটি হোঁচট খেলে আবার কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালো করে জানে। এটা শুধু চলতি ফুটবল বিশ্বকাপেই নয় বরং বিগত বিশ্বকাপগুলোতেও দেখেছি।’

মূলত, সৌদি আরবের সঙ্গে হেরে যাওয়ার বিষয়টিকে তিনি উদাহরণ হিসাবে টানেন। হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর অভ্যাস আর্জেন্টিনার আছে বলে এ দলের কোনো খেলাকে চাপ মনে করেন না তিনি, তাই বরাবরই প্রিয় দলের প্রতি আত্মবিশ্বাসী। আর্জেন্টিনার অন্য সমর্থকদের মতো জাহিদ হাসানও প্রতীক্ষার প্রহর গুনছেন, কখন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠবে। অপেক্ষা করছেন শুধু সে আনন্দ ক্ষণের জন্য। এ অভিনেতা বলেন, ‘ম্যারাডোনা যেভাবে বিশ্বকাপ হাতে নিয়ে আমাদের আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমার বিশ্বাস মেসিও এবার সে আনন্দে আর্জেন্টিনা সমর্থকদের ভাসাবেন।’