স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ হারতার স্বর্গীয় উপেন্দ্র নাথ পাড় এর নিজ বাড়িতে ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপি ১৯ তম বার্ষিক সার্বজনীন মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। সর্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রম কমিটির পক্ষ থেকে জানান যে লতা যেমন গাছকে আশ্রয় করে বেড়ে উঠে তেমনি অমৃতের সন্তান মানুষ ধর্মকে আশ্রয় করে বেড়ে উঠে। ধর্ম হল মানব জীবনের মূল চালিকা শক্তি। এ কারনে মানুষ যুগে যুগে ধর্মকে ধারন করে আসছে। আমাদের বর্তমানে কলিযুগের যুগ ধর্ম হলো মধুর হরিনাম সংকীর্ত্তন করা হয়।তাই ভক্ত পদরেনু ললাটে ধারন করে প্রতি বছরের ন্যায় এবার ও দক্ষিন হারতা সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রীশ্রী মহানাম যজ্ঞের ৬টি দলের অমৃত নাম সুধা পরিবেশনে অংশ গ্রহণ করেন। শ্রীশ্রী গোপাল মন্দির সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী গৌর গোপাল সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী হরিচাঁদ সম্প্রদায় পটুয়াখালী, শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায় বরিশাল,শ্রীশ্রী ভাই ভাই সম্প্রদায় পিরোজপুর,শ্রীশ্রী গোপাল সংঘ সম্প্রদায় সিলেট (সুনিল গাইন এর দল)
সর্বজনীন মহানাম সংকীর্ত্তন আয়োজন এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় উপেন্দ্র নাথ পাড় মৃত্যু বরন করায় তার সুযোগ্য পুত্র বাবু দুলাল পাড় তিনি তার স্বর্গীয় পিতা উপেন্দ্র নাথ পাড়ের জন্য আর্শীবাদ কামনা সহ সর্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রম প্রতিষ্ঠিত করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান টি ১লা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ব্রক্ষ মুহুর্তে মন্দির প্রদক্ষিণের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের সমাপ্তির সাথে দুপুরে মহাপ্রভুর ভোগরাগ মহোৎসব ও প্রসাদ বিতরণ এর মধ্যে সমাপ্তি ঘটার কথা রয়েছে।