স্টাফ রিপোর্টারঃ

অদ্য বুধবার (৩০ নভেম্বর, ২০২২খ্রিঃ) নরসিংদী জেলার জেলা বিশেষ শাখা বার্ষিক, রায়পুরা সার্কেল অফিস দ্বি-বার্ষিক ও শিবপুর মডেল থানা বার্ষিক করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-বার।

অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা পুলিশের চৌকশ একটি দল অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মহোদয়কে সালামী প্রদান করেন।

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-বার মহোদয় জেলা বিশেষ শাখা, রায়পুরা সার্কেল অফিস ও শিবপুর মডেল থানা পরিদর্শনকালে বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।