স্টাফ রিপোর্টারঃ

নরসিংদী লেডিস ক্লাব প্রতিষ্ঠার ১ বছরের মধ্যে ১ ডিসেম্বর বিজয়ের মাসে অবসর ভবনের তৃতীয় তলায় নতুন অফিস পেয়ে খুশি লেডিস ক্লাবের সদস্যরা।
১ ডিসেম্বর অবসর ভবনের তৃতীয় তলায় আড়ম্বরপূর্ণ
অনুষ্ঠানের মাধ্যমে লেডিস ক্লাবের আধুনিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিফাত আখতার।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী অরসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম ইবনুল হাসান ইভেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার,

লেডিস ক্লাব নরসিংদীর সাধারণ সম্পাদক তামান্না আফরিন, সহসভাপতি শেখ মানসুরা আক্তার, সহ সাধারণ সম্পাদক ডাঃ তাসনীম জামান তৃষা, কোষাধ্যক্ষ ডাঃ উম্মে হানী চায়না, সহ কোষাধ্যক্ষ তাসমিয়া আমরিন, সংস্কৃতি সম্পাদক ফারাহ বিনতে রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদা খাতুন, ক্রীড়া সম্পাদক রেহানা পারভীন, কার্যনির্বাহী সদস্য জেরিন সুলতানা, তানজিলা জান্নাত রেটিনা, টিনপু চাকমা, মীর ফারহানা হক ও শাহীন সুলতানাসহ সরকারি কর্মকর্তা ও লেডিস ক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মান্যবর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান এর সহধর্মিণী রিফাত আখতার এর নেতৃত্বে গত বছরের ৭ ডিসেম্বর নরসিংদীতে লেডিস ক্লাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং নরসিংদী জেলার সুবিধা বঞ্চিত নারীদের কল্যাণে কাজ করা। সেই লক্ষ্য নিয়ে লেডিস ক্লাব প্রতিবন্ধী নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য মালামালসহ দোকান ঘর, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, জাতীয় দিবস ও বাংলা নববর্ষ পালন করে।
লেডিস ক্লাবের সভাপতি রিফাত আখতার বলেন, লেডিস ক্লাব নরসিংদীর নিজস্ব অফিস হয়েছে। এখন কাজের গতি আরো বাড়বে।