নিজস্ব প্রতিবেদকঃ
১ ডিসেম্বর ২০২২ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবহন শ্রমিক এবং প্রবাসীসহ সকল পর্যায়ে এইডস বিরোধী ক্যাম্পেইন করার পাশাপাশি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এইডসবিরোধী প্রচারণা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এর পূর্বে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।