ষ্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর সদরের প্রান্নাথপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে অসুস্থ ভারসাম্যহীন ভ্যান চালক রানা শেখ (২৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। জানা গেছে, প্যালেক্সের সুতার দড়ি দিয়ে নিজ ঘরে ফাসি নিয়ে আত্ম হত্যা করেছে। নিহত রানা শেখের দাদি জানান, আজ সকাল আনুমানিক ০৮ ঘটিকার দিকে তাকে আমি দোকান থেকে সিগারেট কিনে দিলে আমার সামনেই সিগারেট খেয়েছিল এবং সুস্থ ছিল। তবে সে বেশ কিছুদিন অসুস্থ ও ভারসাম্য হীন ছিল। হঠাৎ করে তার স্ত্রীর চেঁচামেচি ও কান্নাকাটির শব্দে জানতে পারি সে ঘরের সাথে গলায় দড়ি নিয়ে ফাঁসি নিয়েছে।
নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, ভোর রাতেও আমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আজ সকালেও সে সুস্থভাবে বাড়ির বাইরে ঘোরাফেরা করেছে। সে আমাদের ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ফাঁসি নিলে আমার ভাইকে ফাসি থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলাম।এ ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মির্ধা জানান, আমরা লাশ উদ্ধার করেছি এটি আত্মহত্যা বলেই আমরা বুঝতে পেরেছি। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছেন।