স্টাফ রিপোর্টারঃ
শেরপুর , জামালপুর ও কুড়িগ্রাম পার্শ্ববর্তী তিন জেলার সাংবাদিক নিয়ে শেজাক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার ৩ ডিসেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ভারত -বাংলাদেশ বর্ডার হাট সংলগ্ন জিনজিরার নদীর পাড়ে সাংবাদিক মিলন মেলার আয়োজন করা হয়। এ সময় রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার , রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন মিরন,তিন জেলার সাংবাদিকগণসহ আরো অনেকেই। শেজাক সাংবাদিক সংগঠনের মিলন মেলার আয়োজন করেন রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা।
এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক, মিডিয়ার সাংবাদিকবৃন্ধরা শেজাক সাংবাদিক সংগঠন মিলন মেলায় সফলভাবে অংশগ্রহন করেন। এতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেজাক সংগঠনটি গঠন করার উদ্দেশ্য।