স্টাফ রিপোর্টারঃ

সোমবার (৫ ডিসেম্বর, ২০২২খ্রি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি এর নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল আগমণ করলে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

এর আগে মাননীয় প্রতিমন্ত্রীকে নরসিংদী জেলা পুলিশের চৌকশ একটি পুলিশ দল সালামী প্রদান করেন।

উল্লেখ্য যে, মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল ইউনিট ৩, ৪, ৫ এবং ইউনিট ৭, ঘোড়াশাল রিজেন্ট আইপিপি বিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল বিউবোর উপকেন্দ্র, ঘোড়াশাল পিজিসিবি-র উপকেন্দ্র পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।