স্টাফ রিপোর্টারঃ
“যার মনের মধ্য আছে সাম্প্রদায়িকতা সে হলো বন্য জীবের সমতুল্য” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তি ও ধর্ম যার যার রাস্ট্র সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিকে সামনে রেখে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সমন্বয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ,জেড,মোরশেদ আলী, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএসএম নূরুল ইসলাম হিরো, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দসহ শেরপুরের সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ও মুসলিম, হিন্ধু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদের সদস্যবৃন্দরা।