বিনোদন ডেস্ক:
বলিউড তারকা মানেই নানা রকম আলোচনা ও সমালোচনা। কখন কার গোপন তথ্য প্রকাশ হয়ে যায় সেটা কেউই আগাম বলতে পারেন না। সুপারস্টার সালমান খানেরও বিরুদ্ধে মাঝে মাঝে সমালোচনার ঝড় ওঠে। এ জন্য তাকে আদালত পর্যন্তও যেতে হয়েছিল।
সম্প্রতি সালমান খানের বিরুদ্ধে তার সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ ভারতীয় গণামধ্যমে প্রকাশ হয়েছে। সোমি আলি নামে সালমান খানের সাবেক প্রেমিকা সালমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিযোগের কথা উল্লেখ করে লিখেন, সালমান তার ওপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালিয়েছেন। শুধু তাই নয়, তার গায়ে একাধিকবার সিগারেটের ছ্যাঁকা দেওয়ার কথাও টানেন নব্বই দশকের এ অভিনেত্রী!
সালমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সোমা আলি লিখেছেন, ‘তোমার মতো নারীবিদ্বেষী আর একজনও নেই। আর সেসব অভিনেত্রীদেরও লজ্জা হওয়া উচিত, যারা এ রকম একটা মানুষকে এখনো সমর্থন করেন।’
তিনি আরও লিখেছেন, ‘কোনো আইনজীবী তোমাকে বাঁচাতে পারবে না!’ অবাক করা বিষয় হচ্ছে, সালমান খানের বিরুদ্ধে অভিযোগ করা পোস্টটি কয়েক ঘণ্টা পর কোনো কারণ না জানিয়েই মুছে দেন এ অভিনেত্রী।
কিন্তু মুছে দেওয়ার আগেই পোস্টের স্ক্রিনশট মুহূর্তের মধ্যেই নেট দুনিয়াই ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, সালমান খানের সঙ্গে ১৯৯৩ সাল থেকে টানা পাঁচ বছরের সম্পর্ক ছিল এ অভিনেত্রীর। যদিও কখনো এ সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেননি।