সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র স্পেন-মরক্কোর। ৯০ মিনিটের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি কোনো দল।চূড়ান্ত ফলাফলের জন্য ফিফার নিয়ম অনুযায়ী খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়েও খেলা ড্র হলে পেনাল্টি শুটআউট হয়।

অবশেষে পেনাল্টি শুটআউটে শেষ আটে জায়গা করে নিল মরক্কো।ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য স্কোরলাইনে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-০ গোলে জিতেছে মরক্কো।

এর আগে একবারই বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছিল মরক্কো। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল উত্তর আফ্রিকার দেশটি।

মঙ্গলবার রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে স্পেন-মরক্কো।কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই ১২০ মিনিটে গোল করতে পারেনি। যে কারণে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।