নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক হত্যার ঘটনায় ১৭ জনকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে নিহত চেয়ারম্যান মানিকের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন।

রায়পুরা থানার তথ্য অনুযায়ী অভিযুক্তরা হলেন-মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, তার বাবা ফিরোজ মিয়া, ইউপি সদস্য মরম আলী ও বাবুল মিয়াসহ মোট ১৩ জন। এ ছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ যে গত শনিবার বিকেল ৪টার দিকে রায়পুরার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর বাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মো. জাফর ইকবাল।

রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল মির্জাচর ইউনিয়ন পরিষদের পরপর ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন তিনি।