স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু নরসিংদী জেলা দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগে বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার( ৬ ডিসেম্বর) নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় গিলাবের স্পোটিং ক্লাবকে ৩২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গিলাবের স্পোটিং ক্লাব রানার আপ হয়।

খেলা শেষে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রাইজ মানি ট্রফি ও মেডেল বিতরণ করেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে লীগের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ মোস্তফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, টুর্ণামেন্টের আহবায়ক আনিসুর রহমান ভূঞা, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার লাইলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, খেলাধুলায় ডিসিপ্লিন মেনে চলতে হয়। দীর্ঘ সময় মেয়াদী ক্রিকেট লীগে ডিসিপ্লিন বজায় ছিল। আমরা খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস প্রতিরোধ করবো।

উল্লেখ্য, গত দুই মাস আগে শুরু এ ক্রিকেট লীগে ৪২টি অংশগ্রহণ করে।