স্টাফ রিপোর্টারঃ

০৩ ডিসেম্বর ২০২২ যুব উন্নয়ন অধিদপ্তর, নরসিংদী কর্তৃক আয়োজিত উক্ত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মোঃ আজহারুল ইসলাম খান, মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন আহমেদ, মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

তারুণ্য নির্ভর বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের ক্ষেত্রে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে সভাপতি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ সামাজিক অসংগতি প্রতিরোধে অগ্রনী ভূমি পালনের পাশাপাশি গঠনমূলক কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।