স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীদের নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে আজ বুধবার।
জেলা শহরের ইউএসএস মিলনায়তনে সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।
রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক, জানো প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী পোরশিয়া রহমান ও প্ল্যান বাংলাদেশের জেমস স্পেশালিস্ট মর্জিনা মাসুদ।
এত জেন্ডার, স্বাস্থ্য, পুষ্টি এবং পরিস্কার, পরিছন্নতা বিষয়ে ধারণা দেয়া হয়।
প্রসঙ্গত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও জয়েন্ট এ্যাকশান ফর নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্পটি নীলফামারীতে বাস্তবায়ন করছে। যারই একটি অংশ প্রশিক্ষণ কর্মসুচী।