স্টাফ রিপোর্টারঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বর্ডার হাট চালুর লক্ষে জয়েন্ট বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ভোলাগঞ্জ বর্ডার হাটে দু-দেশের প্রতিনিধিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যৌথ বর্ডার হাট চালু, নিরাপত্তা ব্যবস্থা, বাজারে এন্ট্রি ফি, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
যৌথ সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, এডিসি রেভিনিউ ইমরুল হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম, ইউএনও লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রভাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী।