সম্পাদক

আবদুর রহমান

মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলায় ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২২ পালিত হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক এর পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়ে র‍্যালী ও মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমান মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
‍এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান, দুর্নীতি দমন কমিশন গাজীপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মশিউর রহমান, মনোহরদী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান তারা প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধের মুল লক্ষ ছিল শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার । সাধারণ মানুষ যেন তাদের অধিকার পায় সেজন্য বঙ্গবন্ধু আজীবন কাজ করেছেন। জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। তাই সকল শ্রেনি-পেশার সবাই একসাথে বলি “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ ।