নিউজ ডেস্ক:
আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। এই পর্বে বিজয়ী দল গুলো সরাসরি চলে যাবে সেমিফাইনালে।
৩ ডিসেম্বর শেষ ষোলতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠে মেসির আর্জেন্টিনা। অপরদিকে ৩-১ গোলের ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ড।আজ রাত ১ টায় এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।
সেনেগালের বিপক্ষে হেন্ডারসন, হ্যারি কেইন ও সাকার ৩-০ গোলের দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইংলিশরা। অপরদিকে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। আগামীকাল শনিবার রাত ১ টায় এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে উঠার লড়াইয়ে।
জাপান ক্রোয়েশিয়ার হাড্ডা হাড্ডি লড়াই শেষে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট-আউটে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে ক্রোয়েশিয়া।অপরদিকে দক্ষিণ কোরিয়া বিরুদ্ধে শেষ ষোলতে একক আধিপত্য বিস্তার করে ব্রাজিল।ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তিতের শিষ্যরা।আজ রাত ৯ টায় এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে উঠার লড়াইয়ে।
পর্তুগাল তারকা রামোসের হ্যাট্রিকে সুইজারল্যান্ড বিরুদ্ধে ম্যাচে ৬-১ গোলের বিশাল জয় পায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল।এবং দারুন ফর্ম নিয়ে বিশ্বকাপ শুরু করা স্পেন কে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়েছে মরক্কো।আগামীকাল শনিবার রাত ৯ টায় এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে উঠা লড়াইয়ে।