স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
গতকাল দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুয়েল বেপারী বলেন,ঢাকা সমাবেশকে কেন্দ্র করে স্বাধীনতার দোসর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সারাদেশে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। আমরা মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মাঠে থেকে বিএনপি-জামায়াতের সকল প্রকার সহিংসতা প্রতিহত করবো।