নরসিংদী প্রতিনিধি :
আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার ৭৪তম দিবস উপলক্ষে নরসিংদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ বছর প্রতিপাদ্য বিষয় ছিল, সবার জন্য মযাদা, স্বাধীনতা, ন্যায় বিচার। সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী শাখার সভাপতি, মো: নুরুল ইসলামের সভাপতিত্বে আলেচনা সভা আরম্ভ হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি, মো: আলামিন রহমান, মো: তোফাজল হোসেন, মো: খোরশেদ আলম বাতেন, সহসভাপতি, মো: জয়নাল আবেদীন, সহসভাপতি, জেলা শাখা, মোখলেছুর রহমান ভূইয়া, নিবাহী সদস্য, আবু তাহের, নিবাহী সদস্য, মো: জসিম উদ্দিন সরকার, সহসভাপতি, শহর শাখা, মো: আশা মিয়া, সাংগঠনিক সম্পদক, শহর শাখা, ইসরাত জাহান পিয়া, মহিলা বিষয়ক সম্পদক, শহর শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন, মো: কামরুল ইসলাম।