সম্পাদক

স্টাফ রিপোর্টার:

বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারা দেশে ন্যায় ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন স্থানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। তারি দ্বারাবাহিকতায় নান্দাইলের আচারগাঁও ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। আর এই টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে (টিসিবির) সুবিধা ভোগীরা পরছে নানান ধরনের বিড়ম্বনায়। ১০ ডিসেম্বর আচারগাঁও ইউনিয়ন পরিষদের টিসিবির পন্য বিতরণের কথা, মেসার্স হাজী মনোয়ার ষ্টোর
ডিলার আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেনের।কিন্তু সকাল ৯ টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ২ টায় বাজার পরেও টিসিবির পন্য নিয়ে হাজির হয়নি ডিলার আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন। সুবিধা ভোগীদের এমন অভিযোগ পাওয়ার পরে সরজমিনে অভিযোগ সত্যতা পাওয়া যায়।
উক্ত বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সাথে কথা বললে তিনি জানন, টিসিবির সুবিধা ভোগীদের পাশাপাশি আমি সহ আমার ইউপি সদস্য এমদাদুল হক ও সালাউদ্দিন গোলাপ ডিলারের গাড়ি আসার অপেক্ষা করছি। এই ইউনিয়নে মোট উপকার ভোগীর সংখ্যা ১২৯০ জন। এর মাঝে ধরগাঁও ২১৮ জন এবং সিংদই ২৭০ জন। বেলা গড়িয়ে দুপুর হলো! কখন আসবে ডিলারের গাড়ি! এই বিষয়ে তালিকাভুক্ত সুবিধা ভোগীদের সাথে কথা বললে তারা বলে,
“কাজ-কাজের দিন, এখন যদি টিসিবির মালের জন্য এসে সকাল ৯টা থেকে দুপর ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েই থাকি, তবে গাই-গিরস্তি নিলামে উঠবো” এভাবেই কথা গুলো বলছিলেন ৫০ ঊর্ধ্ব সাফিয়া খাতুন।
টিসিবির পন্য নিয়ে, পূর্ব নির্ধারিত স্থানে আসতে দেরি হওয়ার বিষয়টি ডিলারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অন্য ইউনিয়নে টিসিবির পন্য বিতরণ করে এখানে আসতে লেইট হয়েছে।