স্টাফ রিপোর্টার:

রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে  নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর টঙ্গীতে প্রতিবাদ মিছিল এবং রাজপথে অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
গতকাল শনিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশন রোড,চেরাগ আলী মার্কেট, কলেজ গেট, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা ওসমান আলী, গাসিক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,শ্রমিক নেতা মতিউর রহমান বি কম,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,যুবলীগ নেতা কাইয়ুম সরকার, কাজী কামাল,মনজুর রনি,ফজল করিম,মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির,টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাওসার আহমেদ,টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আজিম হায়দার আদিম,আওয়ামীলীগ নেতা মজিবর মোড়ল,সেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, ছাত্রনেতা রেজাউল করিম,৫২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেদুল ইসলাম বিল্লাল,৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য খালেদ সাইফুল্লা সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইয়াসিন সহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রতিবাদ মিছিলে গাজীপুর মহানগর গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রগতিতে দ্রুত এগিয়ে চলছে, ঠিক তখনই বি,এন,পি, জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি অব্যাহত ও দেশবিরোধী ষড়যন্ত্রে তারা বাধাগ্রস্ত করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ হাসান রাসেল এমপির নির্দেশনা আজ টঙ্গীবাসি রাজপথে আছি যাতে করে জনগণের কোনো ধরনের অসুবিধা না।
উল্লেখ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক জনসভায় বিএনপির ঢাকায় ১০ তারিখের সমাবেশ ঘিরে সারা দেশের পাড়া-মহল্লায় দলটির নেতাকর্মীদের রাজপথে সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দিয়েছেন।