স্টাফ রিপোর্টারঃ

০৮ ডিসেম্বর ২০২২ তারিখ নরসিংদী পৌরসভার উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

মাদক ব্যক্তি পর্যায়ে আসক্তি সৃষ্টির পাশাপাশি সন্ত্রাস, নাশকতা, নৈতিক স্খলনসহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধকে ত্বরান্বিত করে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কিশোর- কিশোরীদের বিষয়ে সচেতন থাকা এবং তাদেরকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক গঠনমূলক কাজে সম্পৃক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।