স্টাফ রিপোর্টারঃ

খুলনার পাইকগাছায় ক্রেতা সেজে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাইকগাছা থানা পুলিশ।

গত শনিবার ১০ই ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন পুকুর পাড় থেকে সবুজ গাজী ৪৪ ও আকরাম গাজী ৫০ নামের দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিয়াউর রহমানের নির্দেশে এসআই সুকান্ত কর্মকার,

এএসআই মঞ্জুরুল, কনস্টেবল ইয়ারুল, ইমরান, হুমায়ুন ও অনুপমসহ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা সহ হাতেনাতে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।

সর্বশেষ এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, যার নং-১০।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিয়াউর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই চিহ্নিত মাদক বিক্রেতাদের ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।