স্টাফ রিপোর্টার:

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগ আয়োজিত ৪ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ই ডিসেম্বর রবিবার বিকাল ৫ ঘটিকায় মহারাজপুর ব্রিজ সংলগ্ন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মির্জা মোঃ আরজু্র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের সংগ্রামী আহ্বায়ক মোঃ আবু বককার খান, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগের একজন কর্মী হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করি এবং বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই কৃষকলীগকে সু-সংঘটিত করার লক্ষ্যে ছাত্রলীগ থেকে যুবলীগ যুবলীগ থেকে কৃষক লীগ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ী জেলার কৃতি সন্তান বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এর নির্দেশনায় রাজবাড়ী ১ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব কাজী কেরামত আলী মহোদয়ের সার্বিক সহযোগিতায় রাজবাড়ী জেলা কৃষকলীগকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে সম্মেলনের মধ্য দিয়ে কৃষক লীগের কমিটি গঠন করে যাচ্ছি এ ধারা অব্যাহত থাকবে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ পুনরায় দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা হাবিবুল, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ ফিরোজ, সহ-সভাপতি রাজু আহমেদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লুৎফর রহমান ,বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ঝান্টূ, ৪ নং ওয়ার্ডের মেম্বার জাহিদ হোসেন প্রমূখ। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে আবুল হাসেম ভূইয়াকে সভাপতি সামসু মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়াড কমিটি গঠন করা হবে। উক্ত সম্মেলনে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।