স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় হুফফাজুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে কুরান প্রতিযোগিতায় বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর নুরানী,হাফেজী মাদ্রাসার ৩ শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।১২ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলার ধামুরা ইউসুফ জাহানারা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানার সভাপতিত্বে কুরান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রায় ১০০ ( একশত) জন কুরান শিক্ষার্থীদের মধ্যে দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।প্রতিযোগিতায় পূর্ব ধামসর মাদ্রাসার ২০ পাড়া গ্রুপের শিক্ষার্থী মো:আব্দুল্লাহ্ তহের ১ ম স্হান, একই মাদ্রাসার ৫ পাড়া গ্রুপের শিক্ষার্থী মো: ইয়াছিন ফরাজী ৩ য় স্হান ও ৫ পাড়া গ্রুপের শিক্ষার্থী মোঃ শামিউল ইসলাম ৫ ম স্হান অধিকার করেন।প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে সভাপতি।৩ টি পুরুষ্কার পেয়ে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও পরিচালক কমিটির মাঝে আনন্দ ও উৎল্লাস বিরাজ করছে।