স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ধনী হওয়ার আশায় জ্বীনের বাদশার প্রলোভনে পড়ে ৩০ ভরি স্বর্ণ খুইয়েছেন আয়শা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী। পরে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে জিনের বাদশা চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃত জিনের বাদশা চক্রের সদস্যরা হলেন- গাইবান্ধার রামনাথপুর গ্রামের মো. পারভেজ, আফজল হোসেন ও আরিফ মিয়া।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই থানায় ভুক্তভোগী ওই নারী প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন- জ্বীনের বাদশা পরিচয়ে এক প্রতারকের প্রলোভনে পড়ে ধনী হওয়ার স্বপ্নে তিনি নিজের ও স্বজনদের কাছ থেকে আনা ৩০ ভরি স্বর্ণালঙ্কার কথিত জ্বীনের বাদশার প্রতিনিধির হাতে তুলে দেন। স্বর্ণ পাওয়ার পর থেকে প্রতারকরা তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
মামলার দায়িত্বভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাইবান্ধার রামনাথপুর থেকে তিন প্রতারককে আটক করে কুমিল্লায় নিয়ে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে জ্বীনের বাদশা দলের সক্রিয় সদস্য এবং প্রতারণার মাধ্যমে ৩০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার ঘটনা স্বীকার করেন।
উক্ত বিষয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।